লকডাউনে ক্লাশ নিলেন টেলিকম মন্ত্রী

১১ এপ্রিল, ২০২০ ১৮:৩৪  
করোনা ভাইরাসে অফিস-স্কুল বন্ধ থাকলেও থেমে নেই দৈনন্দিন কাজ-কর্ম। হোম অফিসের পাশাপাশি চলছে দূরপাঠ। ইন্টারনেট সংযোগই গত ১৫ দিন ধরে দেশকে স্থবিরতার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এখনো শ্বাস-প্রশ্বাস অক্ষুন্ন রেখেছে। এমন পরিস্থিতির মধ্য দিয়েই ডেফডিল পলিটেকিনিক ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থীর ক্লাস নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের বাসায় বসেই শুক্রবার অনলাইনে এই ক্লাস নিয়েছেন মন্ত্রী। এ নিয়ে মোস্তাফা জব্বার বলেন,
ডিজিটাল বিশ্বে আমরা প্রমাণ করছি যে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর করার ক্ষেত্রে আমরা এতোটুকু পিছিয়ে নেই। শিক্ষার ডিজিটাল রূপান্তরেও আমাদের অগ্রযাত্রা অনেক। করোনা কেন, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেনা।